শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিমনা, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জাতীয় দিবসে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। শিশু লাইব্রেরীর মাধ্যমে শিশুদের গ্রন্থাগারমুখী করে পাঠোভ্যাস গড়ে তোলা এবং যাদুঘর কর্ণারের মাধ্যমে নওগাঁ জেলার বিখ্যাত স্থানসমূহের সঙ্গে শিশুদের পরিচিত করে তোলা হয়। সবোর্পরি ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (NCTF) যা শিশু একাডেমী কর্তক পরিচালিত হয়, বাল্য বিবাহ রোধে ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসন, নওগাঁ কর্তৃক ক্রেষ্ট ও সনদপত্র লাভ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস