বাংলাদেশ শিশু একাডেমী, নওগাঁ জেলা শাখা জেলা প্রশাসন কর্তৃক(সামান্য ভাড়ায়) প্রদত্ত জমিতে গণপূর্ত ভবনের একটি পুরানো বিল্ডিংয়ে অবস্থিত। এটি জেলা প্রশাসক বাংলোর পার্শ্বে এবং আরেক পার্শ্বে বিয়াম ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এটি একটি টিনসেড হলরুম যা পার্টিশন দিয়ে লাইব্রেরী, জাদুঘর, হলরুম ও ডাটা এন্ট্রি অপারেটরের বসার রুম করা হয়েছে। অন্য কক্ষটি এ্যাটাস্ট বাথসহ কর্মকর্তার রুম। একপাশে আলাদা একটি বড় রুম যেখানে শিশু বিকাশ এর ক্লাশ ও প্রশিক্ষণ ক্লাশ হয়। এটি কেডির মোড় থেকে দক্ষিণ দিকে কাচারী মসজিদ এর সামনে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস